সিঙ্গাপুরের দিকে যেতে যেতে শ্রীলঙ্কার দিকে যাত্রা শুরু করলাম : রুমিন ফারহানা
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘কিছুদিন আগে পর্যন্ত আমরা ছিলাম উন্নয়নের মহাসড়কে। আমরা ছিলাম উন্নয়নের রোল মডেল। যাচ্ছিলাম সিঙ্গাপুরের দিকে। হঠাৎ কি হলো জানি না, শ্রীলঙ্কার দিকে যাত্রা শুরু করলাম।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ‘এই সরকারের উন্নয়নের বয়ানের মধ্যে ছিল কিছু অবকাঠানোগত উন্নয়ন। ছিল প্রবৃদ্ধি আর মাথাপিছু আয় দেখানো। এর বাইরে বাংলাদেশের রপ্তানি ছাড়া, মূল্যস্ফীতি, বৈদেশিক রিজার্ভ, রেমিটেন্স, চলতি আয়ের ভারসম্য, রাজস্ব আয়ের অবস্থা, ডলারের বিপরীতে টাকার মানের সামষ্টিক যে অর্থনীতি, তার প্রত্যেকটি নিম্নমুখী। মুখে যাই বলুক, সরকারের আচরণ বলভে, দেশের অর্থনীতি আজ গভীর সংকটে।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘সম্প্রতি আইএমএফের কাছে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চাওয়া, আমদানি নিষিদ্ধকরণ, উন্নয়ন প্রকল্পগুলোর গুরুত্ব অনুযায়ী ভাগ করা কিংবা স্থগিত করা, নানাভাবে সরকারের ব্যয় সংকোচন এবং বিদ্যুত রেশনিংয়ের মতো পদক্ষেপ এই সংকটকেই ইন্ডিকেট করে। সরকারের মতে, এই সংকটের মূল কারণ হচ্ছে রাশিয়া-ইক্রেন যুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, এটি কতটুকু যৌক্তিক এবং বাংলাদেশের জন্য কতটুকু সাময়িক, না কি ভুগতে হবে দীর্ঘসময়।’