সিরাজগঞ্জে আহত নেতাকর্মী ও দরিদ্রদের বিএনপির ঈদ উপহার
সিরাজগঞ্জে আন্দোলন-সংগ্রামে আহত, অসুস্থ নেতাকর্মী, অসহায় দরিদ্র নারী-পুরুষ ও মাদ্রাসার ছাত্রদের নগদ অর্থ, ঈদসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করেছে বিএনপি। গতকাল বুধবার (১৯ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সব নেতাকর্মী আহত হয়েছেন ঈদ উপলক্ষে তাদের খোঁজ খবর নেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান।
এবিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, ‘বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছেন। ঈদ উপলক্ষে তাদের খোঁজ খবর নেওয়া আমাদের দায়িত্ব। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আমার সামর্থ অনুযায়ী তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তারেক রহমানের পক্ষে তাদের ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।’