সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা ভেঙ্গে মাছ ধরায় ৮ জেলের কারাদণ্ড, জাল জব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জ সদরে আট জেলেকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা এক লাখ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত জেলেদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের রওশন আলীর ছেলে সাহেদ আলী (২৬), বড় শিমুল গ্রামের তোজাম আলীর ছেলে আব্দুর রশিদ (৫০) ও খাস বাসিমুল গ্রামের শামসুল আলমের ছেলে আমিনুল মণ্ডল (৪০), বেলকুচি পূর্বপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে মজিবর (৫০), টাঙ্গাইল জেলার কালাই এলাকার সাহেব আলীর ছেলে আদর আলী (৪০), আফজালপুর চরের লালন শেখের ছেলে মেহেদী হাসান (১৮), একই এলাকার বাসেদ আলীর ছেলে শাহদাত হোসেন (১৯) ও শাহ আলমের ছেলে সাখাওয়াত সরকার (৪৩)।
সিরাজগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘মা ইলিশ রক্ষায় বুধবার সকালে যমুনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে আট জেলেকে আটক করা হয় এবং এক লাখ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড প্রদান করেন। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।’