সিরাজগঞ্জে বটি দিয়ে স্বামীকে কুপিয়ে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/10/siraj.jpg)
সিরাজগঞ্জের সলঙ্গায় পারিবারিক কলহের জের ধরে শরীফুল ইসলাম শামীম (৪৫) নামের এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিরিন খাতুনের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্ত্রী শিরিন পলাতক রয়েছেন। আজ শুক্রবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরীফুল ইসলাম শামীম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন বলেন, ‘সকালে বাজার করে বাড়ি ফেরার পর শামীমের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী শিরিন বটি দিয়ে তার স্বামী শরিফুল ইসলাম শামীমকে কুপিয়ে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে।
পরিদর্শক আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।