সিরাজগঞ্জে ভোটে জেতার পরই বিজয়ী কাউন্সিলর খুন
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনে বিজয়ের পর পরই প্রতিপক্ষের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। তরিকুল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেন।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শহীদগঞ্জ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তরিকুল রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী নবনির্বাচিত কাউন্সিলরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোট গণনা শেষে তরিকুলকে জয়ী ঘোষণা করা হয়। এর পর পরই নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদত হোসেনের সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থকদের কথা–কাটাকাটি ও সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।