সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর
সিরাজগঞ্জের কাজীপুরে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত সাজু মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সাজু মিয়া কাজীপুর উপজেলার বেলতৈল গ্রামের সাহেব আলীর ছেলে।
আজ শনিবার (৬ মে) বিকেলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।
শ্যামল কুমার দত্ত বলেন, ‘সাজু মিয়া এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করত। এমনকি ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়েও উত্ত্যক্ত করতো সাজু। এ বিষয়ে স্কুল ছাত্রীর বাবা প্রতিবাদ করলে অভিযুক্ত সাজু মিয়া তাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা গতকাল শুক্রবার থানায় মামলা করলে বিকেলে সাজুকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’