সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতদের দাফন-সৎকার ও চিকিৎসায় এক কোটি টাকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের দাফন ও সৎকার এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য এ অর্থ দেওয়া হবে।
এ ছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এক হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ এ বরাদ্দ দেওয়া হয়।
জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহত ব্যক্তিদের দেওয়া হবে ২০ হাজার টাকা করে। আজ রোববার সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
আশরাফ উদ্দিন বলেন, আগুনে নিহতদের প্রত্যেক পরিবার ৫০ হাজার টাকা করে পাবে। আর আহতদের পরিবার পাবে ২০ হাজার টাকা করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে বুথ বসানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবার যোগাযোগ করলেই আর্থিক সহায়তা বুঝিয়ে দেওয়া হচ্ছে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এ পরিবেশ দিবসেই চট্টগ্রামে পরিবেশের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য বিএম ডিপোর কনটেইনারের কেমিক্যাল যেন আশপাশের ছড়া, খাল, নালায় পড়ে সাগরে পতিত হতে না পারে, সেজন্য কাজ করছেন।’