সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/27/brahmanbaria-student-death-pic.jpg)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি গ্রামে সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে ইয়াসফি নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় চাচির সঙ্গে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে ইয়াসফি (১২) নামে কিশোরীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসফি চান্দি গ্রামের জসীম উদ্দিনের মেয়ে এবং আখাউড়ার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ইয়াসফি আজ দুপুরে তার চাচির সঙ্গে আখাউড়া উপজেলার রানীখার গ্রামে ফুফুর বাড়িতে দাওয়াতে খেতে যায়। বিকেলে সেখান থেকে জমির আইল দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে পা পিছলে পড়ে যায় সে। এ সময় জমিতে সেচ দিতে থাকা একটি পাম্পে তার ওড়না আটকে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।