সেনাবাহিনী প্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/07/senaabaahinii-prdhaan.jpg)
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন আজ সোমবার সেনাবাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাবাহিনীপ্রধান রাষ্ট্রদূতকে ক্রেস্ট প্রদান করেন। ছবি : আইএসপিআর
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন আজ সোমবার সেনাবাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
এই আলোচনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হবে বলে উভয়ই আশা প্রকাশ করেন।