স্বজনের জানাজায় অংশ নেওয়া হলো না ভাইবোনের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/03/nil-.jpg)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভাই ও বোন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। নিহতরা তাঁদের আত্মীয়ের জানাজায় অংশ নিতে বগুড়ায় যাচ্ছিল।
নিহতরা হলেন ভাই জহুরুল ইসলাম ও বোন আনোয়ারা বেগম।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাগলাপীর-জলঢাকা সড়কে অবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, আজ সকালের দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার নবাবগঞ্জ থেকে মাইক্রোবাস যাত্রীরা বগুড়ার মোকামতলায় এক নিকটাত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে অবিলের বাজার এলাকায় রংপুর-জলঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভাই জহুরুল ও বোন আনোয়ারা ঘটনাস্থলে মারা যান। বাসের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।