স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা উঠবে না : ত্রাণ প্রতিমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/31/tran-montri_0.jpg)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি : সংগৃহীত
স্বাধীনতাবিরোধীদের গাড়িতে আর কখনও জাতীয় পতাকা উঠবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিরুলিয়ায় মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান এ কথা বলেন।
৭১-এর ঘাতকেরা এখনও দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাভার উপজেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য আগা খাঁন মিন্টু, ইলিয়াস উদ্দিন মোল্লা, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মণ্ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।