হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
সুনামঞ্জের ছাতক উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুজন মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের প্রথমাচর গ্রামের হাওরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সুজন মিয়া (৩২) চরমহল্লা ইউনিয়নের প্রথমাচর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজন হাওরে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে সংসার চালান। প্রতিদিনের মতো আজও গ্রামের পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘বজ্রপাতে একজন নিহত হয়েছেন আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছি।’