হাতি না গাধা? ঢাকায় চায়ের কাপে ঝড়
সিনেমার সঙ্গে যেমন পপকর্ন, নির্বাচনের সঙ্গে তেমন চা। এদের সম্পর্ক যেন একে অন্যের পরিপূরক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আরেকবার তার প্রমাণ দিল। যুক্তরাষ্ট্রের নির্বাচনের বাতাস লেগেছে আমাদের দেশেও। গলির চায়ের আড্ডায় এখন শুধু একটাই প্রশ্ন, কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট?
ভোট গণনা এখনো চলছে। ভোটের দিন থেকে এখন পর্যন্ত নির্বাচনী ঢেউ দিক পাল্টাচ্ছে বারবার। যেন উত্তেজনায় ঠাসা এক নির্বাচন। আর সেই মার্কিন উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের চায়ের দোকানেও। শুধু যে চায়ের দোকানে, তা কিন্তু নয়। যেন সর্বত্র একই আলোচনা।
এই যেমন, রাজধানীর কাঁঠালবাগানের চা বিক্রেতা আবদুল হালিম। তাঁর দোকানে মধ্যবয়স্ক দুজন ব্যক্তি ধোঁয়া-চায়ের আড্ডায় তুলেছেন ট্রাম্প-বাইডেন প্রসঙ্গ। দুজনের মধ্যে নাদিম হোসেন নামের একজন বলে উঠলেন, ‘ট্রাম্প হারুক, মুসলিমদের শত্রু সে। বাংলাদেশি আমেরিকানদের জন্যও ট্রাম্প হুমকি। আমার ভাইপো থাকে আমেরিকায়। বাইডেনই জিতুক।’
নাদিমের এই কথার জবাবে আলোচনায় থাকা সোলাইমান মণ্ডল বলে উঠলেন, ‘বাইডেন জিতলে কী আমাদের ভালো হবে? সে তো দুদিন বাদেই ভারত-চীনকে যুদ্ধে নামিয়ে দেবে। ভারতের প্রায় পেটের ভেতরে থাকা আমরা (বাংলাদেশি) আক্রান্ত হব না তো? এখানে যুদ্ধ না বাঁধলেও ডেমোক্র্যাটরা সবসময় যুদ্ধবাজ। তবে ট্রাম্প আমেরিকারও ক্ষতি করছে বলে আমার মনে হয়।’
মুচকি হেসে নাদিম বলে উঠলেন, ‘যেই ক্ষমতায় আসুক তাঁদের নিজেদের সুবিধার্থে সব করবে। সুতরাং এসব নিয়ে আমাদের আসলে ভাবার কিছু নেই।’
কাঁঠালবাগান থেকে হাঁটতে হাঁটতে রাজধানীর কারওয়ান বাজারের রিকশাস্ট্যান্ডে কয়েকজন রিকশাচালকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের ভেতরে নজরুল নামের এক বয়স্ক ব্যক্তির কাছে প্রশ্ন রাখা হয়, আমেরিকার ভোটে কে জিতবেন? উত্তরে তিনি বলেন, ‘গণনা শেষ হয় নাই তো এখনো। তবে ট্রাম্প হারুক। মুসলমানদের জন্য বাইডেন ভালো মনে হয়। টিভি দেখে তো তাই মনে হলো।’
পাশ থেকে মামুন নামের আরেকজন বললেন, ‘ভোটে কে জিতবে, কালকে দুজন এই নিয়ে গণ্ডগোল করছিল। সে সময় আমি একটা চায়ের দোকানে বসেছিলাম। মানুষ কেমন, ভোট হয় আমেরিকায় আর গণ্ডগোল হয় আমাদের দোকানে। তারা দুজনই রিকশাওয়ালা।’
সেখান থেকে হাঁটতে হাঁটতে কারওয়ান বাজারের কামার পট্টির পাশের একটি চায়ের দোকানে গিয়ে দেখা যায়, তিনজন বসে চা পান করছেন আর যুক্তরাষ্ট্রের নির্বাচনী গল্পে ঝড় তুলছেন। সে সময় কারওয়ান বাজারের এক চাল ব্যবসায়ী হারুন বলে উঠলেন, ‘বাইডেন জিতে যাবে। এখন থেকে দক্ষিণ এশিয়ায় ভারতের মোড়লগিরি শেষ হবে। সামনে আসবে চীন।’