হালদায় মধ্যরাত থেকে মাছের ডিম সংগ্রহ শুরু
চট্টগ্রামের হালদা নদী থেকে কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহ করা শুরু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে ডিম সংগ্রহ শুরু হয়।
উপমহাদেশে হালদা একমাত্র নদী, যেখানে দূরদূরান্ত থেকে কার্প জাতীয় মা মাছেরা বছরের নির্দিষ্ট সময়ে ডিম ছাড়তে আসে। পরে স্থানীয়রা সেই ডিম প্রাকৃতিক পদ্ধতিতে সংগ্রহ করেন।
এরই মধ্যে সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ বলে ঘোষণা করেছে।
প্রতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে দূরদূরান্তের অন্যান্য নদী থেকে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউসের মা মাছেরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই নদীতে চলে আসে। পরে বজ্রবৃষ্টিসহ নদীতে স্রোত সৃষ্টি হলে মাছেরা ডিম ছেড়ে দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া এনটিভি অনলাইনকে জানান, বুধবার মধ্যরাতের পর নদীর নাপিতের ঘোনা এলাকা থেকে আমতুয়া এলাকায় মাছেরা ডিম ছাড়লে সাড়ে ৩০০ নৌকায় প্রায় ৮০০ আহরণকারী ডিম সংগ্রহ করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন জানান, হালদায় মাছেরা ডিম ছেড়েছে। বিশেষজ্ঞেরা এ নিয়ে কাজ করছেন। তবে অন্য যে কোনো বছরের তুলনায় এবার ডিম কম। নদীর পানির লবণাক্ততার কারণে এ সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি।
এদিকে, এ বছর ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে নোনা পানি প্রবেশ করায় ডিমের পরিমাণ কম হয়েছে। গত বছর সাড়ে ২৫ হাজার কেজির বেশি ডিম পাওয়া গিয়েছিল।