‘২০২১ সালের মে পর্যন্ত দেশে এক বছরে ফিরেছেন ৪ লাখ ৪৩ হাজার অভিবাসী শ্রমিক’
করোনা মহামারি চলাকালীন ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মে পর্যন্ত মোট চার লাখ ৪৩ হাজার অভিবাসী শ্রমিক দেশে ফিরে এসেছেন। গতকাল বুধবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের আর্থ-সামাজিক পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’ তিনি বলেন, ‘সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ১৫ হাজার ৭০৬ জনকে পুনর্বাসন ঋণ হিসেবে দেয়া হয়েছে ৪২৯ কোটি ৫৯ লাখ টাকা।’
এ ছাড়া ৫২ হাজার ৭৪ জন অভিবাসী শ্রমিককে আবার বিদেশ যাওয়ার জন্য স্বল্প সুদে ঋণ হিসেবে দেওয়া হয়েছে এক হাজার ১০৬ কোটি টাকা বলে জানান মন্ত্রী।