পাচার হওয়া বাংলাদেশিদের উদ্ধারে রিট
বাংলাদেশ থেকে সাগর পথে পাচার হওয়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না তা-ও জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া সাগরে ভাসমান এবং থাইল্যান্ডের জঙ্গলে বিভিন্ন ক্যাম্পে বন্দী বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা-ও জানতে চাওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন ও হিউম্যান রাইটসের মহাসচিব অ্যাডভোকেট তাজুল ইসলাম গতকাল মঙ্গলবার জনস্বার্থে এ রিট করেন। আজ বুধবার রিটের শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। রিটে স্বরাষ্ট্রসচিব,পররাষ্ট্রসচিব ও আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক, কক্সবাজারের ডিসি ও টেকনাফের ওসিকে বিবাদী করা হয়েছে।
রিটকারীর পক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম শুনানিতে অংশ নেন।
এ বিষয়ে রিটকারী অ্যাডভোকেট তাজুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, জাতীয় সব মিডিয়াতেই প্রকাশিত হয়েছে যে মানবপাচারকারীরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে সাগরের মধ্যে নিয়ে ছেড়ে দিচ্ছে। খবারের অভাবে অনেকেই মারা যাচ্ছেন, এমনকি অনেকে নিজের প্রস্রাব খেয়েও বেঁচে থাকার চেষ্টা করছেন। অনেক সময় আবার পাচারকারীরা তাদের আটক করে বাড়ি থেকে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। না পেলে প্রাণনাশের হুমকিও দিচ্ছে।এ অবস্থায় সরকার তাদের উদ্ধার না করে বরং তাদের পাচারের জন্য হুমকি দিচ্ছে। এতে সরকারের ব্যর্থতা প্রকাশ পায়। এ কারণেই রিট করেছি। আদালত আগামীকাল এ বিষয়ে আদেশ দেবেন।