‘বিয়ের খরচ জোগাতে মা-মেয়েকে খুন’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/27/photo-1432724789.jpg)
বিয়ের খরচ জোগাতে টাকা ও স্বর্ণ চুরি করতে গিয়ে খালাতো ভাইয়ের বৌ নাছিমা বেগম ও তাঁর মেয়ে রিয়া আক্তার ফাল্গুনীকে খুন করেন বেলাল হোসেন (১৯)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার একমাত্র এ আসামি এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরীর সদরঘাট নালাপাড়া এলাকা থেকে বেলালকে আটক করা হয়। আজ বুধবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাঁকে হাজির করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান ও অতিরিক্ত পুলিশ কমিশনার তানভীর আরাফাত। urgentPhoto
উপকমিশনার কুসুম দেওয়ান জানান, নিহত নাছিমার স্বামী শাহ আলমের খালাতো ভাই বেলাল একটি মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। বিয়ের খরচের জন্য খালাতো ভাই ও তার ছেলেরা বাসায় না থাকা অবস্থায় বাসায় ঢুকে টাকা ও স্বর্ণ লুটের পরিকল্পনা করে সে। লুটপাটের সময় ভাবি নাছিমাকে প্রথমে ছুরিকাঘাত করে বেলাল। পরে মেয়ে রিয়া এ ঘটনা দেখে চিৎকার করলে তাকেও খুন করে সে। পরে বাসা থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ৬০ হাজার টাকা লুট করে।
পরে বেলাল চুরি করা স্বর্ণালঙ্কার নগরীর বাকলিয়া এলাকায় একটি দোকানে বিক্রি করে একটি টেলিভিশন, ডিভিডি প্লেয়ারসহ বিভিন্ন পণ্য ক্রয় করে। পুলিশ স্বর্ণ ক্রেতা টিটু সাহাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
উপকমিশনার আরো জানান, ঘটনার পর বেলার কাপড় বদল করে খালাতো ভাইয়ের সঙ্গে সব কাজ করছিলেন, যেন তাঁকে কেউ সন্দেহ করতে না পারে।
গত ৭ মে সকালে নগরীর সদরঘাট এলাকার ছয়তলা একটি ভবনের চারতলার বাসায় মাংস ব্যবসায়ী শাহ আলমের স্ত্রী নাছিমা বেগম এবং মেয়ে রিয়া আক্তারকে ছুরিকাঘাত করে খুন করেন পেশায় ইলেকট্রিশিয়ান বেলাল। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার কোরবানপুরে।