বড়দিনে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার সকাল থেকে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকবে।
এ ছাড়া বন্দরের বেসরকারি ওয়াসহাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য উঠা-নামার কাজও থাকবে বন্ধ। তবে কাল সোমবার থেকে যথারীতি শুরু হবে এই বন্দরের কার্যক্রম।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা আজ বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ কারণে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।