নোয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/26/photo-1482748858.jpg)
নোয়াখালী সদর উপজেলার সোনাপুর-চরজব্বার সড়কে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : এনটিভি
নোয়াখালী সদর উপজেলার সোনাপুর-চরজব্বার সড়কের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
আজ সোমবার সকালে সোনাপুর থেকে চরজব্বারগামী যাত্রীবাহী সুবর্ণ এক্সপ্রেস নামের একটি বাস দ্রুতবেগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মুক্তিপদ মজুমদার মারা যান। হাসপাতালে নেওয়ার পথে ফারুক নামের আরো একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই যাত্রী।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, হাসপাতালে আহত একজনের অবস্থাও গুরুতর। তাঁর নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।