জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত এএসআই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/27/photo-1482790932.jpg)
জয়পুরহাট সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চিনিকলের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সদর ট্রাফিক পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এটিএসআই)।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল হোসেন জয়পুরহাট চিনিকলের শ্রমিক এবং জয়পুরহাট শহরের সওদাগরপাড়া মহল্লার শফির উদ্দিনের ছেলে।
গুরুতর আহত জয়পুরহাট সদর ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক রেজাউল করিমকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে, পাঁচবিবি উপজেলা সদর থেকে এ দুজন একই মোটরসাইকেলে করে শহরে ফিরছিলেন। শিমুলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অন্ধকারে কোনো ট্রাক বা ভারী মোটরযানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শ্রমিক সোহেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রেজাউলকে রাতেই বগুড়ায় স্থানান্তর করা হয়েছে বলে জানান ওসি।