মানবপাচার মামলায় টেকনাফে তিনজন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে মানবপাচারের মামলায় আজ শুক্রবার সকালে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে মানবপাচারের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার টেকনাফের হারিয়াখালী ও কাঁটাবনিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার হারিয়াখালীর আবুল কালাম (৩৫), মোহাম্মদ হোসেন (৩০) এবং কাঁটাবনিয়া এলাকার আবদুল গফুর (২৬)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার এনটিভি অনলাইনকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচারের একাধিক মামলা রয়েছে।