নিখোঁজের তিন দিন পর লাশ মিলল পুকুরে

নিখোঁজ হওয়ার তিন দিন পর মাগুরা সদর উপজেলার সত্যবানপুর গ্রামের একটি পুকুর থেকে জাকির হোসেন জিকু (৫০) নামের এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে এই লাশ উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান জানান, দুপুরে সদর উপজেলার সত্যবানপুর গ্রামের একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনের লাশটি উদ্ধার করে। সে সময় তাঁর হাত-পা ও মুখ বাঁধা ছিল।
এর আগে বৃহস্পতিবার স্ত্রীর সাথে ঝগড়া হয় জাকির হোসেনের। এর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
এ বিষয়ে জাকির হোসেনের স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে শাহিনের দাবি করেন, অজ্ঞাত কোনো ব্যক্তি তাঁকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে গেছে বলে তাঁরা ধারণা করছেন।
তবে, মাগুরা থানার উপপরিদর্শক নাসির হোসেন জানান, উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে বলে বলে জানান তিনি।