মাগুরা উপনির্বাচনে আ.লীগ জয়ী
মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব নৌকা প্রতীকে ৯৩ হাজার ১৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় সিংহ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৯০ ভোট।
আজ শনিবার দিনভর ভোট শেষে রাত সাড়ে ৮টায় উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। তিনি আরো জানান, উপনির্বাচনে ৩৩ দশমিক ২৯ ভাগ ভোট পড়েছে।
এ ছাড়া উপনির্বাচনে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কাজী তৌহিদুল আলম পেয়েছেন ৯০২ ভোট এবং টেলিভিশন মার্কার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে এম মুনতাসিম বিল্লাহ পেয়েছেন ৫০৯ ভোট।
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যায় শহরের নতুনবাজার বেলতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়ের ভাগিনা লাল্টু রায়কে (৩০) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাল্টু ফরিদপুর জজকোর্টে চাকরি করেন।