‘ধৈর্য ধরার কিছু নেই, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙেছে’
বিএনপিকে আরো ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে ১৪ দল। এর প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, 'বিএনপির ধৈর্য ধরার কিছু নেই। এটা জনগণের রাষ্ট্র, জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি কখনো কথা বলছে, কখনো আন্দোলন করছে। নৈতিক বিবেচনায় বিএনপির এ ধারা অব্যাহত থাকবে। বিএনপি অগণতান্ত্রিক কিছু তো করছে না। সুতরাং বিএনপির নতুন করে ধৈর্য ধরার কিছু নেই।'
আজ শনিবার ১৪ দলের বৈঠক শেষে চৌদ্দ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বক্তব্যের পর এনটিভি অনলাইন থেকে মুঠোফোনে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মাহবুবুর রহমান এ মন্তব্য করেন।
১৪ দলের সভায় নাসিম আরো বলেন, আগামী নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। এর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কিসের সংলাপ। রাষ্ট্রপতি সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবেন। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন তাঁর প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।'
তবে রাষ্ট্রপতির সিদ্ধান্ত সব দলের কথা বিবেচনা করেই হবে বলে প্রত্যাশা করছেন মাহবুবুর রহমান। তিনি বলেন, 'আমরা আমাদের দাবি দিয়েছি। এখন রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছি।‘