চট্টগ্রামে শীর্ষস্থানীয় ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/02/photo-1433242135.jpg)
‘শীর্ষস্থানীয় মানবপাচারকারী’ আবদুর রাজ্জাককে আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ছবি : এনটিভি
চট্টগ্রামের বাঁশখালী থানাধীন দক্ষিণ পুইছড়ি থেকে গতকাল সোমবার রাতে আবদুর রাজ্জাক নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আবদুর রাজ্জাক শীর্ষস্থানীয় মানবপাচারকারী।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আবদুর রাজ্জাককে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
পুলিশ সুপার কে এম হাফিজ আকতার জানান, দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণি-পেশার লোক পাচার হচ্ছে। আবদুর রাজ্জাক পাচারের উদ্দেশে আনা লোকজনকে তাঁর বাড়িতে রেখে ছনুয়া নৌঘাট দিয়ে পাচার করতেন। তিনি মানবপাচারের একজন শীর্ষ সংগঠক।
পুলিশ জানায়, গত পাঁচ বছরে চট্টগ্রাম জেলায় মানবপাচারের অভিযোগে ১১টি মামলা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ২৫০ জনকে উদ্ধার করেছে জেলা পুলিশ। রাজ্জাক মানবপাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার।