কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/28/photo-1485614995.jpg)
কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সদরের ঘোগাদহ ইউনিয়নের মরাটারী নামক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার এ মুখোমুখি সংঘর্ষ হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী জসিম (১৫)। সে ঘোগাদহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহত জসিম ঘোগাদহ ইউনিয়নের মরাটারী গ্রামের আবু সুফিয়ানের ছেলে। এ দুর্ঘটনায় গুরুত্বর আহত হন মোটরচালক চালক হাফিজুল (২০)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই গ্রামের হবিবর রহমানের ছেলে।
কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রওশন কবীর জানান, দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো লাশ মর্গে পাঠানো হয়নি।