আ. লীগ নেতাকে রাজাকারের সন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনকে রাজাকারের সন্তান আখ্যায়িত করে গাংনীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে গাংনীর মুক্তিযোদ্ধারা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গাংনী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে গাংনী উপজেলার শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবুর রহমানসহ মুক্তিযোদ্ধারা কর্মসূচিতে অংশ নেন।
মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বশির আহম্মেদ বলেন, তেরাইল গ্রামের আবদুল গনি রাজাকারের সন্তান সাহিদুজ্জামান খোকন এখন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। একজন রাজাকারের সন্তান হয়ে গত ১৬ ডিসেম্বর তিনি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলে মুক্তিযোদ্ধারা বাধা দেন। তারপর থেকেই তিনি মুক্তিযোদ্ধারের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি। তারই প্রতিবাদে আজকের কর্মসূচি। খোকনের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।