মাটিরাঙ্গায় ফুটবলে পৌর যুবলীগ একাদশ চ্যাম্পিয়ন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাটিরাঙ্গা মোটরসাইকেল চালক সমিতি একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাটিরাঙ্গা পৌর যুবলীগ একাদশ।
আজ শুক্রবার বিকেলে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে মাটিরাঙ্গা মডেল পাইলট হাই স্কুল মাঠে ওই খেলা হয়। মাটিরাঙ্গায় হারিয়ে যাওয়া ফুটবলের প্রাণ ফিরিয়ে আনতে এবং সব সম্প্রদায়ের মধ্যে ঐক্যের সেতুবন্ধ রচনা করতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্টের প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় সুমন-জাহিদের পাস থেকে গোল করে খেলায় ব্যবধান তৈরি করেন মাটিরাঙ্গা পৌর যুবলীগ একাদশের রিংকু। খেলার ৪৩ মিনিটের মাথায় মাটিরাঙ্গা পৌর যুবলীগ একাদশের শক্তিশালী রক্ষণ ভেঙে মাটিরাঙ্গা মোটরসাইকেল চালক সমিতি একাদশের সুমন দলের পক্ষে গোল করে খেলায় সমতা তৈরি করেন। খেলার দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের মাথায় দলীয় অধিনায়ক সোহাগের পাস থেকে দ্বিতীয় গোলটি করে আবারও খেলায় ব্যবধান তৈরি করেন মাটিরাঙ্গা পৌর যুবলীগ একাদশের শশী ত্রিপুরা। খেলার দ্বিতীয়ার্ধের ৩৭ মিনিটের মাথায় জাহিদের গোলের মাধ্যমে জয় নিশ্চিত করে মাটিরাঙ্গা পৌর যুবলীগ একাদশ।
খেলা শেষে মাটিরাঙ্গা ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিয়াজুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি বলেন, শারীরিকভাবে সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। শারীরিক সুস্থতার পাশাপাশি খেলাধুলা সম্প্রীতি, সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ বৃদ্ধি করে। শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ফুটবলের কোনো বিকল্প নেই। তিনি মাটিরাঙ্গা জোন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন।
এ সময় ৭ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. সাইফুল্লাহ রাসেল, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর গোলাম রাব্বানী, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম ছাড়াও পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, নির্বাচিত জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্ট উপভোগ করেন।
মানসম্পন্ন খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টে মাটিরাঙ্গা অঞ্চলের আওতাধীন এলাকার ১১টি ক্লাব অংশ নেয়। এ টুর্নামেন্টে চারটি গোল করে সর্বোচ্চ গোলদাতার ক্রেস্ট লাভ করেন বন্ধু জুনিয়র ক্লাবের স্ট্রাইকার মো. দিদারুল আলম বাবু। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাটিরাঙ্গা মোটরসাইকেল চালক সমিতি একাদশের আবদুর রাজ্জাক।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্ট পরিচালনা করেন মাটিরাঙ্গা জোনের ল্যান্স করপোরাল ফিরোজ আল মামুন। তাঁকে সহযোগিতা করেন সৈনিক মো. শহীদুল ইসলাম ও সৈনিক মো. রুহুল আমিন।