বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ দুদিন
যশোরের বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম।
ভারতের পেট্রাপোল বন্দরে ১০ জন ব্যবসায়ীকে নিয়মবহির্ভূতভাবে সিরিয়াল অমান্য করে রপ্তানি সুবিধা দেওয়ার প্রতিবাদে দুদিন ধরে বাণিজ্য বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের ১০ জন প্রথম সারির ব্যবসায়ীকে নিয়মবহির্ভূতভাবে সিরিয়াল ভেঙে রপ্তানি করার সুবিধা দিয়েছেন। এর প্রতিবাদে দুদিন ধরে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। সমান সুবিধা না দেওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আলী রেজা হায়দার জানান, ভারতের পেট্রাপোল বন্দরে কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাণিজ্য বন্ধ থাকার কারণে পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক। এগুলোর অধিকাংশই বাংলাদেশের শতভাগ গার্মেন্ট শিল্পের কাঁচা মাল। তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।