দুদিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে টানা দুদিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
এর আগে ভারতের পেট্রাপোল বন্দরে ১০ জন ব্যবসায়ীকে কোনো প্রকার সিরিয়াল ছাড়াই পণ্য আমদানি-রপ্তানির সুবিধা দেয় বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে ভারতের ব্যবসায়ীরা গত শনিবার থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখে।
পরে গতকাল রোববার রাতে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ ওই ১০ ব্যবসায়ীকে দেওয়া সুবিধা তুলে নিলে অন্য ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। ফলে আজ থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
কাস্টমস সহকারী কমিশনার আলী রেজা হায়দার জানান, ভারতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত ১৩৪ ট্রাক মালামাল আমদানি হয়েছে। রপ্তানি হয়েছে ৫৬ ট্রাক মালামাল। সেই সঙ্গে বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ধর্মঘটের কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে রাত ৮টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।