চুক্তি-স্মারকে প্রাধান্য অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রথম দিনে যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেখানে অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক যোগাযোগের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
হোটেল সোনারগাঁও থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদি বেলা সাড়ে ৩টায় যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে। সেখানে কর্মসূচির শুরুতেই উদ্বোধন করা হয় কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি রুটের বাস সার্ভিসের। আর এটি করা হয় দুটি চুক্তির আলোকে। সব মিলিয়ে নরেন্দ্র মোদির সফরের প্রথম দিনে মোট ২২টি চুক্তি, সমঝোতা স্মারক, দলিল হস্তান্তর এবং প্রটোকল স্বাক্ষরিত হয়।urgentPhoto
এগুলোর মধ্যে রয়েছে : স্থলসীমান্ত চুক্তির দলিল হস্তান্তর, স্থলসীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল হস্তান্তর, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়ন, উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি, অভ্যন্তরীণ নৌ-ট্রানজিট ও বাণিজ্য, পণ্যের মান নিয়ন্ত্রণসংক্রান্ত বাংলাদেশের বিএসটিআই এবং ভারতের বিআইএসের মধ্যে সহযোগিতা চুক্তি, ঢাকা-শিলং-গুয়াহাটি বাস চলাচল চুক্তি ও প্রটোকল, কলকাতা-ঢাকা-আগরতলা বাস চলাচল চুক্তি ও প্রটোকল, দুই দেশের কোস্টগার্ড-সংক্রান্ত সমঝোতা স্মারক, মানবপাচার প্রতিরোধে সমঝোতা স্মারক, মাদক ও জাল মুদ্রা প্রতিরোধে সমঝোতা স্মারক, ২০০ কোটি ডলার ঋণসহায়তা সংক্রান্ত সমঝোতা স্মারক, ব্লু ইকোনমি ও সমুদ্রসীমায় সহযোগিতা-সংক্রান্ত সমঝোতা স্মারক, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার-সংক্রান্ত সমঝোতা স্মারক, সার্কের জলবায়ু পরিবর্তন প্রকল্প-সংক্রান্ত সমঝোতা স্মারক, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল-সংক্রান্ত সমঝোতা স্মারক, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, ভারত-বাংলাদেশ শিক্ষাসহায়তা ঘোষণা, ইন্টারনেট ব্যান্ডউইথড লিজ প্রদান চুক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতীয় গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক, ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক এবং ভারতের এলআইসি ইন্স্যুরেন্সকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার সম্মতিপত্র।
এ ছাড়া কয়েকটি ভিত্তিফলক উন্মোচন করা হয়। এগুলো হলো খুলনা-মংলা রেললাইন, শিলিগুড়ির রবীন্দ্র ভবন, ফেনী নদীর ওপর ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১, কুলাউড়া-শাহজীবাজার রেলপথ এবং সারদা পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন। আর দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করেন বিএসটিআইয়ের ল্যাবরেটরি ও ব্রাহ্মণবাড়িয়া-ত্রিপুরা সীমান্ত হাট।