১২ মামলার আসামি সড়ক দুর্ঘটনায় নিহত
কুমিল্লার চৌদ্দগ্রাম পুলিশের তালিকাভুক্ত আসামি সুমন সোহেল দাউদকান্দির শহীদনগরে গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোহেল (৩২) চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরের বাবুল মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, তার বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির শহীদনগরে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দাউদকান্দি থানা পুলিশ অজ্ঞাতপরিচয় হিসেবে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।