কুষ্টিয়ায় কাভার্ডচাপায় ২ জন নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/10/photo-1486736042.jpg)
কুষ্টিয়া সদর উপজেলায় কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মালী সানোয়ার হোসেনের (৪৫) পরিচয় জানা গেছে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইবি থানার বৃত্তিপাড়া বাজারের পাশে লালন তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রশীদ জানান, মোটরসাইকেলে করে দুজন কুষ্টিয়া যাচ্ছিলেন। লালন তেলপাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা আকিজ ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত ঝিনাইদহের দিকে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পুলিশ লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এসআই আবদুর রশীদ আরো জানান, সানোয়ারের পকেটে থাকা পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি ইবি থানার করিমপুর বাজারে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ সেটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে।