অপহৃত শিশু উদ্ধার, দম্পতি আটক
ঢাকার সদরঘাট থেকে অপহরণের শিকার মাদ্রাসার ছাত্র ইমন রাঢ়ীকে (১১) আজ মঙ্গলবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে উপজেলার চরবাঘা গ্রামের সাগর গাজী (২৮) ও তাঁর স্ত্রী নাছিমাকে (২৪) আটক করা হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ঘণ্টাখালী গ্রামের কবিরুজ্জামান রাঢ়ীর ছেলে ইমন রাঢ়ী ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়া বাইতুল নাজাত তাসফিদ কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বরিশাল থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাট আসে। সেখান থেকেই গত শনিবার তাঁকে অপহরণ করা হয়।
অপহরণকারীরা বিকাশের মাধ্যমে ইমনের বাবার কাছ থেকে ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। আরো মুক্তিপণের আশায় তাঁকে নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামে একটি বাড়িতে আটকে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ইমনকে উদ্ধার করে এবং দুজনকে আটক করে। আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ ও ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।