বিএনপির কাজ শুধু নালিশ করা : কাদের
বিএনপিকে ‘মেরুদণ্ডহীন’ দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তাঁদের কাজ শুধু ঘরে বসে নালিশ করা।’
আজ শনিবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি শুধু ঘরে বসে নালিশ করে। খালেদা জিয়ার সাজা নাও তো হতে পারে, সেটা তো আদালতের বিষয়। বিএনপির অবস্থা এখন ‘ঠাকুর ঘরে কেরে, আমি কলা খাই না’-এর মতো।’’
সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নেতাদের নয়, জনগণের মন জয় করুন, তাতেই লাভ।’
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুদল কুদ্দুসের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ বিভিন্ন জেলার নেতারা।