মাগুরায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/26/photo-1488114731.jpg)
আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জের ধরে মাগুরার সদর উপজেলার বেঙ্গাবেরইল ও জাঙ্গালিয়া গ্রামে আওয়ামী লীগের দুটি পক্ষের পৃথক সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় চারজনের ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
আজ রোববার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের পর আহতদের মধ্যে ১৭ জনকে মাগুরা, ফরিদপুর ও মহম্মদপুরের হাসপাতালে ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, সকাল ১০টার দিকে সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আটজনকে জখম অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মতিয়ার মোল্ল্যা (২৮), উকিল্ল মোল্ল্যা (৪০), এরশাদ (৩০), আকতার মোল্ল্যা (৬০), কামরুল (৩৫), আশরাফ হোসেন (৫০), নওশের মোল্ল্যা (৩৫) ও আলমগীর হোসেন (৩৫)।
এসআই আরো জানান, রাঘবদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহন মুন্সীর সমর্থক আসলাম লস্কর এবং সাধারণ সম্পাদক আবু বাসার নান্নুর সমর্থক খবির জোয়াদ্দারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এদিকে মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, সকালে মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতা ওয়াজেদ মিয়া ও রাহেন উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাসেল (২৮) ও কামরুলকে (২৭) মাগুরা সদর হাসপাতালে এবং উজির আলীকে (৩৫) ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত হাসিবুর রহমান (২৫), নাজির (২৫), আয়ুব আলী শেখ (৪৫), মোশারেফ শেখ (৬০), সোহাগ (১৬) ও হাসান শেখকে (৪০) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে নজরুল শেখের দুটি, আক্তার শেখের একটি ও আয়ুব শেখের একটি ঘর ভাঙচুর করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।