মিল্কভিটার কর্মকর্তা ও সমবায়ীদের মধ্যে সংঘর্ষ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/13/photo-1434211035.jpg)
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মিল্কভিটায় সমবায় সমাবেশকে কেন্দ্র করে মিল্কভিটার কর্মকর্তা ও সমবায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন।urgentPhoto
পুলিশ জানায়, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মিল্কভিটার সমবায়ীদের সমাবেশ চলার সময় প্রতিষ্ঠানের পরিচালক আবদুল হামিদ লাবলুর সঙ্গে পোতাজিয়া দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আবদুল্লাহ আল মাহমুদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুল হামিদ লাবলু লোকজন নিয়ে আবদুল্লাহ আল মাহমুদের ওপর হামলা চালান। এরই একপর্যায়ে লাভলুর লোকজনের সঙ্গে সমবায়ীদের সংঘর্ষ বাধে। সংঘর্ঘে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধ সমবায়ীরা পুলিশ বহনকারী একটি অটোরিকশাসহ ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, পুলিশ ও র্যাবসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৩টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ঘটনা তদন্তে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে একটি কমিটি করে ঘটনার বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।