প্রধানমন্ত্রীর অধীনে ভোট, পরিষ্কার : কাদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/08/photo-1488971446.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও বলেছেন, এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনেই হবে এবং সংবিধানবহির্ভূত কোনো সহায়ক সরকারও হবে না।
আজ বুধবার বেলা ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারি মুজিব কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণী এবং কলেজ ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পৃথিবীর অন্য গণতান্ত্রিক দেশের মতো ক্ষমতাসীন সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হয়, বাংলাদেশেও অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারের তত্ত্বাবধানেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার খালি নির্বাচন তত্ত্বাবধান করবে। সরকারের কোনো মেজর পলিসি ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে না। তখন পুলিশ, প্রশাসন, মন্ত্রণালয়গুলো নির্বাচনের জন্য দরকার, সরকারের যে বিভাগগুলো দরকার- এগুলো সব নির্বাচন কমিশনের অধীনে থাকবে।’
‘আজকে কোনো কোনো বিরোধী দল বলছে, এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। এই সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। এই সরকার অন্যান্য গণতান্ত্রিক দেশ এবং আমাদের সংবিধানে যা আছে, সেভাবে এই সরকার নির্বাচনে তত্ত্বাবধান করবে। এখানে সহায়ক সরকারের কোনো সুযোগ আমাদের সংবিধানে নেই’, যোগ করেন সেতুমন্ত্রী।
অধ্যাপক জিয়াউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রমুখ।
পরে মন্ত্রী বামনী ডিগ্রি কলেজের নতুন একাডেমি ভবনের উদ্বোধন করেন এবং সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য দেন।