কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—দৌলতপুর থানা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, রেফায়েতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কান্টু মোল্লা, খলিসাকুণ্ডী ইউনিয়নের যুবদল নেতা পলাশ ও রুমন, মথুরাপুর ইউনিয়নের বিএনপিকর্মী ফুরকান, একই ইউনিয়নের ছাত্রদলকর্মী রাজীব ও খলিসাকুণ্ডী ইউনিয়নের জামায়াত নেতা শাজাহান। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এঁদের পরিচয় নিশ্চিত করেছেন।
বাচ্চু মোল্লা আরো বলেন, অন্যায়ভাবে তাঁর দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ জানান, নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদি হাসান জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, তাঁর দলের নিরীহ নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিশ্চিহ্ন করার চেষ্টা করার চেষ্টা করা হচ্ছে।