নিষিদ্ধ ছাত্রলীগের নেতা লিপ্টন রিমান্ডে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/cmm_cort_6.jpg)
রাজধানীর শাহবাগ থানার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপনাট্যবিষয়ক সম্পাদক লিপ্টন ইসলামকে দু’দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।
গত ১২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে লিপ্টন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, গত ৫ আগস্ট হাইকোর্টের মাজার গেট এলাকায় কোটা আন্দোলনে অংশ নেন সোবহান মুন্সী। বেলা ১১টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের খালাতো ভাই গত ৩ ডিসেম্বর শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।