মাহফিলে যাওয়ার পথে নিহত দুই বাসযাত্রী, আহত ৪৭
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/11/photo-1489208678.jpg)
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল এলাকায় ওয়াজ মাহফিলগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে দুজন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে।
আজ শনিবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আবদুল মজিদ খলিফা ও উমেদ আলী। তাঁদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের বাড়ি কুড়িগ্রামে। তাঁদের সবাইকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন কয়েকজনের যাত্রীর ধারণা, ঘটনার সময় বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দ্রুতগতিতে পাশের খাদে পড়ে যায়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার জানান, কুড়িগ্রাম থেকে একটি ৫২ সিটের বাসে করে অর্ধশতাধিক যাত্রী পিরোজপুরে একটি মাহফিলে যাচ্ছিলেন। আজ ভোরে বাসটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাত মাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। সে সময় স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আনুমানিক ৬০ বছর বয়সী উমেদ আলী ও আবদুল মজিদকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ৪৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এত রোগী একবারে আসায় সেবা দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।