পার্বত্য পরিস্থিতি আগের জায়গায় গেলে দায় সরকারের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/14/photo-1434288413.jpg)
পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত না হলে, জনসংহতি সমিতির অসহযোগ আন্দোলনের কারণে যদি পার্বত্য পরিস্থিতি আগের জায়গায় ফিরে যায়, তবে এর দায় সরকারকেই নিতে হবে।
আজ রোববার রাঙামাটি সরকারি কলেজে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কলেজ সম্মেলনের এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একাধিক নেতা।
কলেজ পিসিপির সভাপতি রিন্টু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা প্রমুখ।
সম্মেলনে বক্তারা সবাই অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি জানান।
সম্মেলনে সৌমিত্র চাকমাকে সভাপতি ও নিপেশ চাকমাকে সাধারণ করে ২১ সদস্যবিশিষ্ট পাহাড়ি ছাত্র পরিষদের কলেজ কমিটি এবং আশিকা চাকমাকে সভাপতি ও দীপা চাকমাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট হিল উইমেন্স ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।