Beta

গাইবান্ধা উপনির্বাচনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে : সিইসি

১৫ মার্চ ২০১৭, ২২:৫৬

গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার বিকেলে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ছবি : এনটিভি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের নির্বাচনই প্রথম জাতীয় সংসদ নির্বাচন। তাই এ উপনির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আজ বুধবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, এ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের যথেষ্ট প্রস্তুতি আছে। তাই এ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যা যা প্রয়োজন কমিশন সেভাবেই কাজ করবে।

সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আসাদুল্লাহ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মেদ, সুন্দরগঞ্জ উপনির্বাচনে অংশ নেওয়া প্রার্থীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

আগামী ২২ মার্চ গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩১ ডিসেম্বর সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়।

Advertisement