মুজাহিদের রায়ের আগে পটুয়াখালীতে আটক ৮
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী মামলার আপিলের রায়ের আগে নাশকতা পরিকল্পনার অভিযোগে পটুয়াখালী থেকে সংগঠনটির আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার ও আজ সোমবার বিভিন্ন সময়ে তাঁদের আটক করা হয়।
এদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। এঁরা হলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও এ কে এম কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, ইউনিয়ন জামায়াত নেতা তৈয়বুর রহমান, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, কলাপাড়া পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আনসার উদ্দিন, দশমিনা ইউনিয়ন সেক্রেটারি আনিসুর রহমান, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াহিয়া।
পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এনটিভি অনলাইনকে জানান, মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের আপিল রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।
এর আগে শনিবার দুমকি থানা পুলিশ লেবুখালী ফেরিঘাট থেকে অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যাওয়ার সময় জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাহফুজ ও শহর শিবিরের সভাপতি কবিরকে আটক করে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল হক এনটিভি অনলাইনকে জানান, জামায়াতের এসব কর্মী বিভিন্ন থানায় দায়ের করা আটটি নাশকতার মামলার আসামি। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।