নওগাঁয় বিদেশি পিস্তলসহ আটক ২
নওগাঁর সাপাহার উপজেলায় গতকাল সোমবার সন্ধ্যায় দুটি বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অস্ত্রের ক্রেতা সেজে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামে যায়। এ সময় অস্ত্র ব্যবসায়ী আব্দুল লতিফ (৩০) ও আব্দুর রহিম (২৬) বিক্রির জন্য অস্ত্র দেখালে র্যাবের দল অস্ত্রসহ তাদের আটক করে। তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, তাঁরা দীর্ঘ দিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। এ ব্যাপারে সাপাহার থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।