কথিত পীর ও নারী হত্যায় প্রধান সন্দেহভাজন রিমান্ডে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/21/photo-1490098940.jpg)
দিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তাঁর পালিত মেয়ে রূপালী বেগমকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন সফিকুলকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. লুতফর রহমান এ আদেশ দেন। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
সফিকুলের বাড়ি বোচাগঞ্জ উপজেলার দৌলা-শাহাপাড়ায়। তাঁর বাবা আজিমদ্দিন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীর কথিত পীর ইসহাক আলীর মুরিদ বলে পুলিশ জানায়।
সফিকুলকে গতকাল সোমবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত ১৩ মার্চ রাতে বোচাগঞ্জের দৌলা গ্রামে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তাঁর পালিত মেয়ে রূপালী বেগমকে গুলি ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।