নীলফামারীর রেল লাইনে দুই কিশোরের ক্ষতবিক্ষত লাশ
নীলফামারীর ডোমার উপজেলায় রেললাইন থেকে দুই কিশোরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার মির্জাগঞ্জের গেউরিয়ায় রেল ঘুন্টি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
ওই দুই কিশোরের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ১৫ ও ১৩ বছর বলে জানিয়েছে পুলিশ।
সৈয়দপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বুধবার সকালে স্থানীয় লোকজন রেল লাইনে দুটি লাশ পড়ে থাকতে দেখে ডোমার থানা পুলিশে খবর দেয়। বিষয়টি রেল পুলিশের তত্ত্বাবধানে থাকায় ডোমার থানা পুলিশ রেল পুলিশে খবর দেয়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লুৎফর রহমান আরো জানান, দুই কিশোরের একজনের পরনে ছিল ছাই রঙের প্যান্ট, গেঞ্জি ও লাল রঙের জ্যাকেট। অন্যজনের পরনে কালো রঙের প্যান্ট, হলুদ ও খয়েরি রঙের গেঞ্জি। লাশের মাথার পেছনে দায়ের কোপের চিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া অপর মরদেহের পা ভাঙ্গা, মুখমণ্ডল বিকৃত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।