নওগাঁয় বিদেশি পিস্তল-গুলিসহ একজন আটক

নওগাঁর ধামইরহাটে একটি বিদেশি পিস্তল, চারটি গুলিসহ আমিনুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ চকযদু গ্রামে আমিনুরের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, দীর্ঘদিন থেকে আমিনুর রহমান মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, গুলি, একটি খেলনা পিস্তল এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আমিনুর রহমান চকযদু গ্রামের মিজানুর রহমানের ছেলে। এ বিষয়ে ধামইরহাট থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।