এবার ফুলবাড়ী পৌরসভার মেয়র বরখাস্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/04/photo-1491306173.jpg)
এশিয়া এনার্জির মামলায় দিনাজপুরের ফুলবাড়ী রক্ষা আন্দোলনের নেতা পৌরসভার মেয়র মো. মুরতজা সরকার মানিককে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবদুর রউফ মিয়ার স্বাক্ষরিত একটি পত্রে তাঁকে বরখাস্ত করা হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহতেশাম রেজা বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে গত রোববার ও সোমবার সারা দেশের স্থানীয় সরকার বিভাগের ছয়জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করল সরকার। এর মধ্যে চারজন বিএনপি ও একজন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। গত রোববার দুই ঘণ্টার ব্যবধানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে বরখাস্ত করে সরকার। তাঁরা তিনজনই বিএনপির নেতা।
এর পরের দিন সোমবার মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়। আমিরুল মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও জার্জিস হোসাইন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
স্থানীয় সরকার বিভাগের আদেশে বলা হয়েছে, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর ফুলবাড়ী থানায় এশিয়া এনার্জির দায়ের করা মামলায় মো. মুরতজা সরকার মানিককে অভিযুক্ত করার কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩১-এর উপধারার (১) মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। একই আদেশে পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ নভেম্বর ফুলবাড়ী কয়লাখনি উন্মুক্ত পদ্ধতিতে বাস্তবায়ন করার প্রস্তাবকারী বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির প্রধান গেরিলাই ফুলবাড়ীতে এলে ফুলবাড়ী রক্ষা আন্দোলনকারীদের রোষানলে পড়েন। এই ঘটনায় এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী পৌরসভার মেয়র মরতুজা সরকার মানিককে ১ নম্বর আসামি করে ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। সে মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাঁকে সাময়িক বরখাস্ত করল।
এ বিষযে মরতুজা সরকার মানিক বলেন, ফুলবাড়ীকে রক্ষা করতে গিয়ে এই মামলার শিকার হয়েছেন তিনি। তিনি উচ্চ আদালতের দ্বারস্ত হয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন।
এদিকে নির্দলীয় মেয়র মরতুজা সরকার মানিক এশিয়া এনার্জির মামলায় সাময়িক বরখাস্ত হওয়ায় সারা ফুলবাড়ীতে চাপা ক্ষোভ বিরাজ করছে। ফুলবাড়ী রক্ষার আন্দোলনকারী নেতা হিসেবে তিনি দুবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।