জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে পরোয়ানা প্রত্যাহার
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ রোববার দুপুরে আপিল বিভাগের আদেশের কপি পৌঁছানোর পর ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।
জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার রাসনা ইমাম এনটিভি অনলাইনকে বলেন, আজ দুপুরে জাফরুল্লাহ চৌধুরী নিজে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে অর্থদণ্ড স্থগিতে আপিল বিভাগের আদেশের কপি পৌঁছে দেন। তিনি আইনজীবীর সার্টিফায়েড কপিও জমা দেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে পরোয়ানা স্থগিত করেন।
গত বৃহস্পতিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাঁচ হাজার টাকা অর্থদণ্ড জমা না দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ওই পরোয়ানা জারি করেন।
ওই সময় ব্যারিস্টার রাসনা ইমাম বলেছিলেন, ট্রাইব্যুনালের পাঁচ হাজার টাকা জমা দেওয়ার আদেশ আগামী ৫ জুলাই পর্যন্ত স্থগিত করায় জরিমানা দেওয়া হয়নি।
গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রসিকিউটর জেয়াদ আল মালুম এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘অর্থদণ্ড স্থগিত করে আপিল বিভাগের আদেশের কোনো কপি ট্রাইব্যুনালে পৌঁছায়নি। এ কারণে ট্রাইব্যুনাল আদেশ বাস্তবায়নের জন্য তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
গত ১০ জুন আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা আদালতে দাঁড় করিয়ে রাখেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা সাত দিনের মধ্যে পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। ট্রাইব্যুনাল-২-এর বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ওই দণ্ডাদেশ দেন।
গত ১৬ জুন জরিমানার কার্যক্রম ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ওই দিন ধার্য করেন।